তারপর অলস রাত্রি নেমে এলে
এসে দাড়িয়েছিলে ঝুলবারান্দায়
গহীনে কোনও গোপন ইচ্ছা ছিল
ছিল রম্যকে পলকে ছোঁয়ার অভিলাষ


বিজন পথে তখন জনমানুষ নেই
দ্রুত চলা গাড়ির চাকায় সারাদিন পিষ্ট
রাজপথ উলঙ্গ দেহে বিশ্রামরত
ছড়িয়ে ছিটিয়ে শুয়ে কয়েকটা কুকুর


ঝুলবারান্দা থেকে পথ বড় সুন্দর!
বড় নিষ্পাপ। ছোট গর্তের ভুলত্রুটি
অদৃশ্যমান। মিলনের কাতর  আবেদন
হৃদয়ে জেগেছিল  অপ্রতিরোধ্য বুদ্বুদের মতো!


তুমি কি আদর চেয়েছিলে অনাবিল?
কেন নেমে এলে ভেসে বাতাসীয়া পথে
পাখীর ডানায় আর নক্ষত্রের আলোয়?
বিশ্রামী কুকুরের ডাকে চূর্ণ রাতের স্তব্ধতা


ফ্ল্যাটের বারান্দা আর পথের দূরত্ব একাকার!
পিছনে রইল পড়ে মার্কশিট, মোবাইল
প্রেমিকের চিঠি, কলেজের নেতার
ভর্তির টাকা চাওয়া এস এম এস
সেল্ফি অ্যালবামে যাবতীয় দুর্লভ স্মৃতি...


রাজপথে গুমরায় বিষাদ বেহালা
রক্তের আল্পনায়