লকডাউনের অচল সন্ধ্যা পার হওয়ার মুখে
ছাইরঙ মেঘ আপনিই ঢুকে আসে জানালায়
ফ্যাকাশে গুমোট বাতাসে মশাদের সংকীর্তন
আর, চিৎ হয়ে থাকা পথে অলস সারমেয়কুল
পিছু নেওয়ার মতো কেউও যায় না ইদানিং।


আজকাল ঘরের দরজা খুলেই ঘুমনো যায়
সংসার আছে, তাই চোরকেও ছাড়ে না বউ।
সারাদিন একা টহল দিয়ে রক্তচোখে ফেরার পথে
সূর্য চুমু খায় দিকবালিকার ঠোঁটে, গোধুলিবেলায়
লাজে রাঙা হয়ে খিলখিল হাসে পশ্চিম আকাশ।


সারাদিন আলস্যযাপনের পর প্রেমিক দম্পতি
আয়োজন করে ঘুমের। দুই শয্যা দুই ঘরে
বিধি ও নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায়।
ঘুলঘুলি থেকে দেখে লজ্জা পায় লক্কা পায়রারা
রাত ঘন হলে বকমবকমে তাই বলে, ঘনিষ্ঠ হয়...


করোনাকে লাথি মেরে মেতে ওঠে শরীরি খেলায়।