কাল সকাল থেকে বৃষ্টি ঘনঘোর
আজ সকালেও ঘন মেঘলা আকাশ।
কখনও কখনও মনে হয়, আকাশ বুঝি
মানুষের চেয়ে বেশি সংবেদনশীল
না হলে সেই ঊনিশ শো একচল্লিশের
বাইশে শ্রাবণে অঝোর বৃষ্টি ছিল কেন?


বৃষ্টি চলছে কাল থেকেই ঝুম বৃষ্টি
বন্যায় ডুবে আছে আসাম, বিহার
ভেসে যাচ্ছে অসংখ্য নিঃসহায় জীবন।
জীবন সুখের নয় এই দুঃসময়ে
বাঘজানে বিপর্যয়, পাঞ্জাবে বিষমদ
দেশ জুড়ে করোনায় মৃত চল্লিশ হাজার।


জীবন যেন বর্ষার অগুন্তি জলের বিন্দু
অঝোরে ঝরছে দুর্ভাগা মরকের দেশে।
মহাকাল খুলে ফেলেছেন জটাজাল
দু পায়ের তাণ্ডবে টলমল জগৎ সংসার।
রক্তপিপাসু শৃগাল, কুক্কুর, শকুনেরা করে
শিলান্যাসে আবাহন  মরণের মহামন্দিরে।