কোকিলের দেখা পাই বা না-পাই, বসন্তকে পাই
হিম পাহাড়ের চূড়ায় যাই না, শীতের পরশ চাই
সমুদ্দুরের উতল হাওয়ায় নাই বা বাইলাম তরী
স্বপ্নে ভাসি মেঘের ভেলায়, মাটিতে মহল গড়ি
সেইটুকুতেই খুশি আমরা, যতটুকু যার সাধ্য
কেউবা লিখি কবিতা আর কেউবা লিখি গদ্য
ধর্মগৃহে দেখতে চাই না একটি ফোঁটাও রক্ত
হোক না যে কেউ মনু, মহম্মদ, ইসা, মুসার ভক্ত
মেহনতের ঘামে জানি মর্যাদাটাই বাড়ে
অন্ধত্ব ঘুচিয়ে দিলে মনের ব্যামো সারে
ধর্ষণ করা শিখিনি, তাই সুন্দরের গান গাই
দাঙ্গাকারীর বিনাশ ছাড়া ধর্মেরও মুক্তি নাই।