যুদ্ধ থামবে জানি, নেতারাও ফের হাত মেলাবেন


কিন্তু সেই বৃদ্ধা থাকবেন অধীর উদ্বেগে
তাঁর শহিদ ছেলের লাশের অপেক্ষায়


প্রিয়তমের ফেরার পথে বিনিদ্র চোখ পেতে
রাতের পর রাত জাগবে সিঁদূর মোছা মেয়েটি


তার পাশে শুকনো মুখে ঘুমিয়ে থাকা শিশুরা
জানে না, কোথায় হারিয়ে গেছে 'হিরো', বাবা


সত্যি বলছি, আমিও জানি না কে বা কারা
বেচে দিয়েছে, দিচ্ছে আমার প্রিয় মাতৃভূমি


সত্যিই জানি না। কিন্তু জানি দেশ বিক্রি হয়েছে
আর জানি, তার মূল্যটা কে বা কারা মেটাল।


(ফিলিস্তিনি কবি মুহম্মদ দারিউসের কবিতার ভাবানুবাদ)