এসেছে তো ঋতুরাজ,
তারে আমি কী দিই বলো!
#
ছেয়েছে আমের বউল,
দূরে দিঘি - জল টলোমলো।
#
মাঠে মাঠে সরষের ফুলে
বসন্ত নেচেছে দুলে দুলে
         দূরে যে দাঁড়িয়ে আছে
         তার চোখ কেন ছলোছলো?
#
হারানো সংসার তার
স্বামী পুত্র পরিবার
         সবাইকে কারা নিয়ে গেল?
#
ইহুদি না ফিলিস্তিনি সে
এসেছে রোহিঙ্গা বেশে
         দেশ, গৃহ, স্বজনহীন
         চুকিয়েছে জন্মঋণ
                  তার কাছে বসন্ত এলো?
#
এসেছ তো ঋতুরাজ
তোমারে কি দিই, বলো?
©চন্দ্রশেখর