কুয়াশা যদিও ছিল না কাল, তবু ভিজে আছে মাটি
গতকাল রাত একটি লোকেরও কাটনি তো পরিপাটি


হঠাৎ বেজেছে শিঙা, কোথাও রণদুন্দুভি বাজে
শ্রীরাম আর আল্লার নামে খুনীরা উঠেছে সেজে


কার রক্তটা বেশি লাল, এই তর্কে মেতেছে সভা
কার লাশ বেশি, কার কম? কাকেই বা দেব বাহা!


এখন বাতাসে ছাই ওড়ে শুধু, এ কেমন দুর্গতি!
কেউ বলে এটা আল্লার 'রাখ', কারও কাছে 'বিভূতি'।


যে ফুলদুটি খেলছিল মাঠে, গেল তারা কোথায়?
রাম ও রহিমা পুড়ে শুয়ে আছে সেই ছাইয়ের তলায়


নাদিরের পর আর কোনও শাহ করে দিল্লির নাশ
তালি দেয় কেউ, গালি দেয় কেউ, সাম চাচা বলে 'সাবাস!'