ওগো মা দুর্গা তোকে পূজিব কি দিয়ে
বন্যাজলে সব মোর নিয়েছে ভাসিয়ে
গাছ কেটে ধরিত্রীর বাড়িয়েছি তাপ
এখন বুঝেছি মা, সে কী ঘোর পাপ।
বুজিয়েছি খাল বিল যত জলাশয়
জল বিনা ফসল যে চাষ নাহি হয়।
এখন উপায় বলো, উদ্ধারে মানব
সাধ্য যা কিছু আছে, করিব তা সব।


বলেন দুর্গা, মোরে না পূজিও আর
পারলে রোপন কর নবপত্রিকার
কলা, হরিদ্রা, জয়ন্তী, ডালিম ও কচু,
বিল্ব, অশোক ও ধান, মানকচু  
এসবেই আমি আছি, কহে কৃত্তিবাস-
“বাঁধিলা পত্রিকা নব বৃক্ষের বিলাস”।