এখানে রয়েছে শুয়ে নগ্ন বালুচর। তার
জোছনা-সবুজ পাড় শাড়ি আছে দূরে
আকাশে প্রেমিক চিল সোল্লাসে গায়
সমুদ্র-সঙ্গীত, তুমি আজও শোনো না।


কবেই পরেছি আমি জলের মেখলা
হাওয়ায় উড়িয়েছি বাতাসী আঁচল
মুক্তোগর্ভা ঝিনুক ঢেকেছে রত্নাবলী
তুমি এখনও পোশাকে ভারাক্রান্ত।


এও এক মহাকাল রচনার ক্ষণ
ফেনার মুকুটে ঢাকো আত্মগর্বভার
অর্থ প্রতিপত্তি গোনো বালিরাশি-স্তুপে
সৃজন ছোঁবে না জেনো ব্যর্থ ধ্বংসস্তুপে।