আমার শরীরের আফটার শেভের গন্ধ তোমার এত ভালোলাগে কেন; আমি তো কম দামী লোশন মাখি!


চূমু খেতে এলে আমার বুকের নদীতে ডুবে থাকো অনেকক্ষন; অথচ চুল,দাড়িতে তোমার কত এলারজি।


পুইলতার মতো জড়িয়ে তুমি বলো রবীন্দ্র সভ্যতার নিদর্শন; সিনেমা দেখ ওয়েস্টার্ন, রক মিউজিক!
আমি বুজতে পারিনা তোমার টেস্ট আর কল্পনার পাহাড়


আমিও ভালোবাসি তোমার ইম্পোরটেড পারফিউম, চুলের সুগন্ধ,কলমিলতা বাহু; নিমিষেই চোখের সমুদ্রে ভাসাই জাহাজ।