কোন সন্দেহ নেই
পুরো বাংলাদেশটা হচ্ছে একটা জঙ্গল,আমরা সবাই ডিজিটাল বন মানুষ!
নিঃসন্দেহে
ঢাকা শহর সেই জঙ্গলের সবচেয়ে গভীরতম ভয়ানক স্থান।


এখানে অজগর, গোখরা,রক্তচশা,হায়েনা আর শুয়োর থাকে
ময়না, টিয়া,কাকাতুয়া,হরিন,শালিক,প্রজাপতি ও অন্যরা  পালিয়েছে।


মানবতা বোধের সাদাকালো চশমাগুলো উন্নয়নের রঙ মাখছে
ধুকে মরছে গড়পড়তা জি ডি পি, রেমিট্যান্স,ফরেন ইনভেস্টমেন্ট ।


আমার জীবন বিষিয়ে উঠতে শুরু করেছে
ঘৃণায়,আতঙ্কে,ভয়ে,তিক্ততায়
এখন কত বিষ আমার গলা দিয়ে নামছে
কত ঘনত্বের দূষিত বাতাস শ্বাসনালীতে বইছে
আমাকে দেখে ওনাদের চোখে রাজ্যের নির্লিপ্ততা,তারপর প্রস্থান।