আমার অব্যক্ত্য চাওয়াগুলো, বহুবার গোপনে ছুয়েছে তোমাকে
তোমার এলোমেলো ছুটে চলা কত বিচিত্র দুর্বোধ্য ভঙ্গিমা
আমি দেখেছি ,তুমি চাইলে তাই আমি দুরেদুরেই থাকলাম।
তুমি নাই বলে বাবুই পাখিরা বাসায় ফিরে না সময়মত ,
দোয়েলরা শীষ দেয় না সকাল সন্ধ্যায়
ভাষা বদল করেছে কাকাতুয়া, খাওয়া ছেড়েছে পোষা বিড়ালটা
রঙ বদলেছ কচুরি পানা, ঘোলা হয়েছে পুকুরের জল,
ভাঁটা বিস্তৃত করেছে সময় ,জোস্নার আলো ছোঁয়না আমাকে ।
ভাল থাক তুমি জোস্নার আলো মেখে
ভাল থাক তুমি জোয়ারের জলে পা ভিজিয়ে
ভাল থাক তুমি কচুরি পানার রঙ মেখে
ভাল থাক তুমি তোমার প্রিয় পাখির সুর ধবনিতে।