আমি ভুল সময়ে জন্মেছিলাম ;
বেড়ে উঠেছি ভুল মানুষদের সাথে,তাদের পচা ময়লা কথা শুনে
আমি ভুলি নাই ওই অসহ্য দিনগুলোর করুনঘন অন্ধকারে মিশে যাওয়া
আমি পেয়েছিলাম অপ্রিয় শোষণ আর অনুরবর ভুমি
অরোক্ষিত সমাজ দুর্বল প্রশাসন দুর্নীতি গ্রস্থ সময়।


আমার পরিচিতি ফুলেরা গন্ধ ছড়ায় পুজিপতিদের বেডরুমে, পাখিদের গান বিক্রি হয় টিকেট করে,সবুজ নাই,নীল নাই,বুক ভরে শ্বাস নিতে পারিনা বহুদিন ;
বাতাস কথা শোনেনি মিশেছে ঘাতকের দলে।