বস মানে বস মানে প্রভু
প্রভুর বস মানে মহাপ্রভু


আমাদের অফিসে যখন মহাপ্রভু আসে আমরা পাগল হয়ে যাই,দিকবিদিক ছুটে সবাই
ক্লিনাররা ভোরবেলা থেকে শুরু করে ঘষামাজা, তিন মাসের পুরোন দাগ তুলে ফেলে,ওয়াশরুমে ফুল ছিটিয়ে দেয়,চেয়ার টেবিলে আতর মেখে রাখে।


আমাদের সবচেয়ে অগোছালো কলিগটি পরিপাটি হয়ে বসে,মন দিয়ে গিলে খায় মহাপ্রভুর ভাষন,একটু পর পর হাত তালির ঝড়ে উড়ে যায় দুঃখ,আমরা ভেসে যাই সুখের সাগরে,উপসাগরে,মহাসাগরে।  


মহাপ্রভু আমাদের কথা শুনে,আমাদের প্রসংশা করে,প্রতিশ্রুতি দেয়,আমরা আশায় বুকে ফু দেই।

আমরা সেদিন মহাভোজ খাই,ঢেকুর তুলতে তুলতে পান চিবোই,সিগারেট টানি,মহাকাশে ধোয়া ছাড়ি,গোলগোল,পেচানো কুন্ডলী পাকানো।