আমার কেন জানি মনে হয় নারী,নদী হয়ে বয়ে যায় সব পুরুষের মনে;
সবুজ করে প্রকৃতিকে,সেচ দেয়, চাষ করে,ধুয়ে মুছে পরিস্কার করে।  


আমি বাসন্তী রঙের শাড়ীতে শহরটা মুড়ে যেতে দেখে,বুঝি শিমুল,পলাশ ফুটছে
গাছে গাছে নতুন পাতা
কোকিল সুর তুলছে
গ্রাম জুড়ে স্যালো মেশিনের পানি তোলার প্রতিযোগিতা চলছে।


কংক্রিটের দেয়াল ঘেঁষে,মাথায় ফুলের তোড়ন নিয়ে পিচ ঢালা রাস্তায় নামো যখন;
থেমে যায় সব কোলাহল, ধুলোবালির ঝড়
বন্ধ হয় এফ এম রেডিও ষ্টেশন,খুলে যায় হেড ফোন।
তারপর
ট্রাফিক সিগন্যাল ভুল করে,বেপরোয়া ড্রাইভারটা বাজিয়ে দেয় হুইশেল
শুরু হয় যানজট


তাজা রক্তে ঝিলিক বয়ে যায়, বিদ্যুৎ তরঙ্গ খেলা করে
আবার কেউ গিলে খেতে চায়,নিমিষে সেরে ফেলে সমুদ্র স্নান।