আমি ক্ষুধার্ত মানুষের চোখে তাকাই না; ওই চোখের তেজস্ক্রিয়তা পারমানবিক বোমার চেয়ে বেশি, জ্বলে-পুড়ে যাই ভয় পাই লজ্জা হয় আমার।


সুখ মাখা শিশুদের চোখে টলটলে জলের সমুদ্র  নারীদের চোখে ঢেউ প্রেমিকের চোখে নীল আকাশ কিশোরীর লুকোচুরি মেঘ দেখে বেড়ে উঠেছি


আমার চারপাশে অনেক চোখ ছিল
পাশের বাড়িতে জোড়া ঘুষখোর চোখ তারপাশে হিংসুটে হীনমন্য অন্ধবিশ্বাসী ওপাশে কামিনী ;আমাকে ডোবাতে চাইতো অথৈ নদীতে।


আমি পেছনে ফেলে এসেছি অনেকদুর
আমাকে ঘিরে আছে কেবল ক্ষুধা ভড়া চোখ গুলো
আমি জানি একদিন আমাকে ছাড়িয়ে পৌছবে গন্তব্যে।