তুমি আমাকে বাংলাদেশ নিয়ে কোন প্রশ্ন করো না,
এখানে সবাই ঘুমিয়ে আছে।
তুমি শুধু জেনে রাখো এখানে গাংচিলেরা মাছ ধরা ভুলে গেছে শকুনের
তাড়নায়,
ইট পাথরের জংগলে লতাগুল্ম বেড়ে উঠেছে নরপিচাশের থাবায়।
গাছে গাছে ফুল নেই ,পাতারা রং বদলেছে।
প্রিয়তমা তুমি আমাকে ছুয়ে থাক, বরফ খন্ডের ফাকে লুকিয়ে রাখ, শীতল কর আমায়।
শুধু আমাকে বাংলাদেশ নিয়ে কোন প্রশ্ন করো না।