আমার চোখে এক ধর্ষিতার বেঁচে থাকার দুর্গম পদযাত্রার দৃশ্য
খেজুর গাছের কাঁটা, লতাপাতা, কচুরিপানা, কাচকি মাছের পোনা ভাল আছে তার চেয়ে।
উড়ে যাওয়া শালিকের ডানায় দুঃখের সাতকাহন লিখে বিক্রি হয় অচেনা বাজারে
এ সমাজ, সভ্যতা চোখ বুজে স্বাগত জানায় উন্মত্ত ধ্বনিতে।


অথচ কত মধুময় ছিল সে সময়, পাগল প্রেমিক বিভোর থাকত, হেসে কুটিকুটি,
চুলের গন্ধ নিতে ছুটে আসত, ছুয়ে দিত অনুমোদন ছাড়াই।
প্রিয়ার ঠোঁটে আগুন দেখত, চোখে নীল আকাশ, বুকে জমানো থাকত মহাসমুদ্রের ঢেউ…।


প্রতিদিন, প্রতিঘণ্টার হিসাব রাখতে হয় এখন নতুন প্রেমিকের জন্য
আর ও ঠোঁটে গোলাপের পাপড়ির কোমল স্পর্শ খুঁজে যায়
নব্য স্বাদহীন অতৃপ্ত ভ্রমরের দল।