আমি তুমিময় হতে পারিনি বলেই দুরে থাক তুমি,উত্তপ্ত বালু কনা খেলা করে আমার হৃদয় মরুতে।


হেটে যাও আনবরত যতদূর দেখি  
রাত আসে দিন যায় আমি চেয়ে থাকি
ভেসে বেড়াও আমার মনের উঠনে।


শহুরে জংগলের ঝোপঝাড়ে বারবার ফিরে আসতে চাইতে,তবে কেন হায় নিয়তির নির্মম পরিহাস এমন।


তুমি থাকো আমার সুউজ্বল অপ্রেমে,আমাবস্যার দিশারি হয়ে
এবং তুমি স্বেচ্ছায় কারো উপপত্নী।