আমি একনাগারে এতদিন বাড়িতে থাকিনি অনেক দিন ; যখন আমাদের গ্রামের একেবারে দক্ষিনে বটগাছের ঝুলে থাকা শিকড় গুলোকে আমি ভাবতাম লম্বা দাড়ি,শকুন থাকত দলবেঁধে;কোথাও কোনো মৃত পশুকে পেলেই হুমড়ি খেয়ে পরত;মুচি পৌছনোর আগেই।


পশ্চিম দিকে ছিল বাশঁঝাড় আর ঘন জংগল,সাপ কিলবিল করতো দিনের বেলাতেও,
শেয়াল পন্ডিতরা ঘুরে বেড়াতো প্রবল প্রতাপে;
অচেনা অনেক বন্য ফুলের সুবাস ভেসে আসতো একটু জোরে বাতাস এলেই।


পূর্বদিকে খোলা মাঠ,উত্তরে নিচু উর্বর ভূমি ও বিস্তৃত বিল,পানকৌড়ি, বেলে হাস খেলা করে, দু'একটা দলছুট অতিথি পাখিও শীতে হাজিরা দেয়।


আজকাল যমুনা নদীকে সবকিছু বিলিয়ে দিয়ে এসে আমাদের গায়ের বাসিন্দা হয়েছেন অনেক।
আমরা যারা গ্রামে থাকিনা তাদের কাছে পাখির দলে নাম লিখিয়েছি।