জোৎস্না রাত,ধবধবে আকাশ,শত কোটি তারা
তুমি মনে উঠে এলে আমার।


ঝিঝি পোকার ডাক,টিপ টিপ বৃষ্টি, অবিরাম ধারা
তুমি দুচোখ ছুয়ে গেলে আমার।


কোন ্এক পূর্ণিমাতে তারাগুলো দেখিয়ে বলেছিলে
ওদের সংখ্যা থেকে কয়েক গুন বেশি ভালোবাস আমাকে;
তারপর থেকে আমি আর আকাশ দেখি না,তারাদের ফুল ফুটতে দেখি না,পতঙ্গ গুলো আমার বাগানে আসে না,স্বপ্নেরা আসে না,পাখিরা গান গায় না আমার বারান্দায়।


আমি শীত অনুভব করি
উওরের বাতাস,স্ইাবেরিয়ার হিম শীতল ঠান্ডা বয়ে যায় আমার রক্তে
তুমি ঘুরে বেড়াও আমার রক্তে,কোষে,মেমব্রেনে।