'বাকি আছে'
।।চারণকবি বৈদ্যনাথ।।
...............................................
ডাকছো বলেই ছুটতে হবে তোমার কাছে।
কে বলেছে।
হাতে এখন বাকী আছে অনেক যে কাজ,
তাছাড়া এই সমাজ টমাজ -পল্লিবাস,  
ঘরের মানুষ ঘরকন্না,
টুকিটাকি কেনাকাটা


সাবেক বাড়ি, খাঁচার পাখি
পালংক খাট নকশা কাটা
মা ঠাকুমার পানের বাটা
এরা এখন ছাড়বে কেন?


ভাবছো বুঝি আমায় তুমি
ফালতু মানুষ - যেনতেন!
লিখছি এপিক - লিরিক কিছু
ভাব ছুটেছে ভাবের পিছু ।


রাস্তাঘাটে শিশুর গালে দিচ্ছি চুমা,
করছি আদর,
নতুন করে কিনতে হলো কাশ্মীরি শাল,
বোম্বে ডাইং
খাট বিছানার নকশা চাদর।


অতএব আজ ডাক দিলে কি
যেতে পারি তোমার কাছে !
হাতে এখন বেশ কিছু কাজ
বাকি আছে ।
হনিমুনের রাত্রিযাপন রইছে বাকি
বুকের খাঁচায় বুক রেখেছে
ময়নাপাখি ॥