"বেকার কবিবন্ধুদের নিয়ে"
©চারণকবি বৈদ্যনাথ
...........................................................
যদিও বেকার তবু কবিতায় ভীষণ তুখোড়
দারুণ আড্ডাবাজ কফি হাউসের সেই চেয়ার টেবিলে
যদিও পকেট ঢু-ঢু, কবেও বা জুটে যায়
মায়ের আঁচলে বাঁধা আবদারে পাঁচ টাকা
ওতেই বেজায় খুশী ।


প্রফুল্ল সরকার স্ট্রিটে ঢুঁমেরে কখনো
সুনীলদা অথবা জয়
গোস্বামীর কাছে
জমা দেওয়া দু-একটা কবিতা
ছাপা হয়
বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ে


কবিতা লেখার জন্যে যেটুকু দক্ষিণা
সেটুকু টাকায় আহ্লাদে আটখানা হয়
কবি বন্ধু অনুজ প্রতিম
কফি আর সিগারেটে দু-পাঁচ দিন লবর চবর
মাথায় যদিও থাকে লিটল ম্যাগ ছাপার চিন্তাটা
তবুও কখনো
চল্ পানসি খালাসীটোলায়


সুউচ্চ শিক্ষার শেষে বিশ্ববিদ্যালয়
দিয়েছিল বেশ কিছু সম্মানী কাগজ
সেই সব চোথা কাগজের
কত যে জেরক্স কপি এখনো সাইডব্যাগে
ভাঁজ করা আছে
বছরের পর বছর কেটেছে
কোনােদিনই ডাকে নাই এমপ্লয়মেন্ট
এক্সচেঞ্জের শালা বা শ্বশুর
অঙ্গ বঙ্গ কলিঙ্গের এইসব বেকার কবিরা
এখন আমার বন্ধু, প্রিয়জন পরম আত্মীয়
ওদেরই কলমে সৃষ্টি হয় শব্দের বাগান
সে বাগানে আমি এক ছোট্টো প্রজাপতি
ক্ষুদ্র মধুকর
গান গাই, প্রাণ পাই কখনো সোচ্চার হই - উদ্ধত লেখনী
অবিলম্বে চাকরী দে
বেকার কবিকে দে
না দিলে পাছায় মারবো লাথি


বেকার বন্ধুরা আজ কবিতা লেখায় দক্ষ অক্ষর পুরুষ
অজস্র সহস্র কত ছোটো বড়াে ম্যাগাজিনে ছাপা হয়
ওদের কবিতা
সে সব কবিতা পড়ি, মধ্য রাতে ঘুম কেড়ে নেয়
কী নতুন শব্দমালা, কী নিপুণ শব্দের বুনুনি
নতুন আঙ্গিকে কী দারুণ কথাশিল্পী ওরা
পড়তে পড়তে মনে হয় আর নয় পয়ার ত্রিপদী
আর নয় মন্দাক্রান্তা ছন্দের ঝঙ্কার


এরপর ঢুকে পড়ি শিং ভেঙে বাছুরের দলে ।।