"এরপর মঞ্চে যাবো"
✍চারণকবি বৈদ্যনাথ
............................................................
এরপর মঞ্চে যাবো, কথা বলবো একাঙ্ক নাটকে
পার্শ্বচরিত্রে নয়, বলিষ্ঠ নায়ক হবো অন্ধকার দৃশ্যের ভেতরে
দাঁড়াবো মৃত্যুর মুখে ক্ষমাহীন জ্বলন্ত আক্রোশে
জনম দুখিনী মাগো, জন্ম নেবো....... ঘুমুবোনা কান্নার প্রহরে।


অথৈ অশ্রুর নদী পার হবো স্পর্ধিত আবেগে ----
প্রজ্ঞার প্রতিমা তুমি জেগে থেকো মনের মুকুরে
স্বপ্নের ভুবন আজও ঢেকে আছে দুর্যোগের মেঘে
স্থির লক্ষ্যে পৌছে যাবো, --- যদিও এখনও বহুদূরে।


কাগজের নৌকো নিয়ে খেলা করে যে সব মাঝিরা
সে সব বোদ্ধার জন্যে দুঃখ হয় হৃদয়ে অন্তরে
ঈশ্বরে বিশ্বাস করি ক্ষমা করো হস্তিমূর্খ ওরা,
ওদেরই পান্ডিত্যে আজ মনের মল্লিকা পড়ে ঝরে।।
ওদের দর্শনশাস্ত্রে বিভ্রান্ত উদ্ভ্রান্ত নই আমি
কেননা আমার রাজ্যে আমি হবো একক সম্রাট
যদিও একাঙ্ক, ক্ষুদ্র, চেতনার শীর্ষে তবু জেগে
এখন উন্মুক্ত করবো হৃদয়ের দরজা কপাট


আশ্চর্য নাটক করবো, যে নাটকে প্রাণের প্রবাহ।
গানের সােচ্চার কণ্ঠ -- রুদ্র শিব ভৈরব জাগুক
উলঙ্গ দেবতা নাচবে তাতা থই নৃত্যের আঙ্গিকে
বলিষ্ঠ নায়ক হবো, আমি হবো আগুনের মুখ ।।