'ঈশ্বরের ঘরে'
চারণকবি বৈদ্যনাথ
.......................................................
দেয়ালে ঈশ্বর আছে দু-ইঞ্চি পেরেক দিয়ে আঁটা
উইয়ে কাটা ধর্মগ্রন্থ
এবং হ্যামসুন মার্কস ফ্রয়েডের দার্শনিক আলো
আমাদের এই ঘরে, ঘরের টেবিলে
তবু সারা ঘরে অন্ধকার কালো।
এ-ঘরে তবুও হয় দিবালোকে মিথ্যের বেসাতি
যখন অনেক রাত - বারােটা একটার ঘন্টি
পুলিশ ব্যারাকে বাজে
টেবিলে উজ্জ্বল ল্যাম্প ইলেকট্রিক বাতি
তখন এ-ঘরে কালো ব্যবসায়ীর মতো
একদল লােক এসে ফিস্ ফিস কথা কয়
গেপনীয় কথা আছে যত।
চক্রান্তের ছক কাটে এই ঘরে
ঘরের ভেতরে রেজ বন্ধ করে দরজার খিল।
এই ঘরে আমাদের জন্ম, মৃত্যু, ভবিতব্য
রুজি রুটি বাঁচার উইল -
লেখা হয় চুপি চুপি, কাক-পক্ষী কেউ জানে নাকো।
হে আত্মা ঘুমিয়ে কেন থাকো!
এ-ঘরে আমার বাস, এ-ঘরে তোমার বাস
পিতা-প্রপিতার বাস যদি
জীবনের হে দুরন্ত নদী
উত্তাল তরঙ্গ তোলাে, ক্লান্তি নয়, নয় আজ ভাটা।
দেয়ালে ঈশ্বর আছে দু-ইঞ্চি পেরেক দিয়ে আঁটা। ।