"জাগো দেবশিশু"
✍চারণকবি বৈদ্যনাথ
...........................................
বন্ধু,এবার হাতে তুলে নাও অস্ত্র
নষ্ট নেতার ভ্রষ্টামী করো বন্ধ,
শিক্ষা, জীবিকা,স্বাস্থ্য, অন্নবস্ত্র
কতোটুকু আছে ভবিষ্যতের ছন্দ?


দুষ্টগ্রহ কারা ভারতের আজকে?
দীর্ঘ বছরে 'স্বাধীনতা' দেখো ধুঁকছে,
কাশ্মীরে হানা হঠাও যুদ্ধবাজকে
খালিস্তানের শিঙা যারা আজকে ফুঁকছে।


ধড়টা ভারতে, মাথাটা অন্য রাষ্ট্রে
অথচ হচ্ছে এ-মাটিতে যারা পুষ্ট
তেড়েবেড়ে ওঠে যারা আজ শঠে-শাঠ্যে
তবু নয় যারা কিছুতেই সন্তুষ্ট।


হে ভারতবাসী হে আমার প্রিয় বংশ
জেগে ওঠো আজ,বাজাও পাঞ্চজন্য
অসাম্য আর অশুভকে করো ধ্নংস,
কেন এ জড়তা?কেন এই হীনমন্য?


যে জাতি শেখেনা চিনতে আপন-সত্তা
যে জাতি ভুলেছে পূর্বপুরুষ রক্ত,
নপুংসকেরা সে জাতির আজ কর্তা
সে জাতি ডুবছে-- সামনে নরক গর্ত।


ভারতের প্রিয় পবিত্র মঠ-মন্দির--
বিশ্ব-দেউল,করো আজ উন্মুক্ত
ভাঙো ব্যারিকেড্,বিচ্ছেদ বাধা গন্ডির
জাগো দেবশিশু,অমৃতস্য পুত্র।।