"জাঁহাপনা"
✍চারণকবি বৈদ্যনাথ
......................................................
সেলাম জনাব জাঁহাপনা,তুচ্ছ নফর আমরা
আরজি পাঠাই তোমার কাছে--রক্তে লেখা অক্ষর
ভয় ডর নেই এই কলিজায়,নেই কোনও আজ পায়দা
অনেক বুলেট সহ্য করেই মজবুত হাড় চামড়া
সেলাম নবাব জাঁহাপনা,তুচ্ছ নফর আমরা।


হুজুর,তোমার রাজনীতি আর শখের সমাজতন্ত্র
মূর্খ প্রজা বুঝতে নারি সমাজবাদের মন্ত্র
বেশ পেরেছি বুঝতে শুধু-বাড়ছে অভাব দুঃখ
মুখের বুলি ভাঁওতা কেবল শাসন-শোষন মুখ্য।


জানি নবাব,এসব কথায় হচ্ছো অগ্নিশর্মা
সামনে পেলে চাবুক মেরে শায়েস্তা ভাই করতে  
মরেই আছি,ভয় করিনি রাজার হাতে মরতে
মরলে হয়তো স্বগগে যাবো ওহে করিৎকর্মা
এই কলিজা শক্ত আজও মজবুত হাড় চামড়া
সেলাম জনাব জাঁহাপন,তুচ্ছ নফর আমরা।


খেলার পুতুল হাতের পুতুল যেমন নাচাও নাচছি
অনাহারে অর্ধাহারেও,মরে মরেই বাঁচছি।
বাঁচছি শুধু শেষ খেলাটা জঙ্গি লড়াই খেলতে
কবজির জোর শক্ত এখন-- মজবুত হাড় চামড়া
সেলাম জনাব জাঁহাপন,তুচ্ছ নফর আমরা।।