"খোকা গেছে মাছ ধরতে"
চারণকবি বৈদ্যনাথ
...............................................খোকা কোথায় ? অমল শিশু? কোথায় অপাপবিদ্ধ?
লখিন্দরের লোহার ঘরে কে করেছে ছিদ্র?
কেমন করে ঢুকলো এসে কালনাগিনী সাপ
উঠোন জুড়ে অবক্ষয়ের পড়লো পায়ের ছাপ।
সত্য কোথায়? প্রজ্ঞা কোথায়? কোথায় মরমীয়া?
কোথায় মনের ময়না পাখী ভালবাসার টিয়া?


পিতৃপুরুষ স্বর্গে গেলেন পুষ্পবাঁধা রথে
আমরা সবাই হারিয়ে গেলাম গোলক ধাঁধার পথে।
কার কথা কে শুনছে এখন, কে কার কথা মানে
যাচ্ছে যারা ব্রিগেড় গ্রাউন্ড শহীদ ময়দানে
কিংবা পুঁথি পড়ছে যারা, লিখছে যারা কেতাব
ভাঁড় সেজে যে মহারাজার পাচ্ছে বড়ো খেতাব
কেউ কী কারো বিশ্বাসী লোক? কেউ কী কারেও মানে?
যাচ্ছে যারা এ-ওর পিছে—যাচ্ছে কিসের টানে?


ভাবছ বুঝি প্রেম জেগেছে? ধুত্তোরি ছাই বাজে
দিচ্ছে ফাঁকি সবাই এখন রইছে যে যার কাজে
পাওনা কড়ি করতে আদায় বখরা নিতে কিছু
আমরা সবাই ছুটছি এখন ছায়ার পিছু পিছু
সহজ সরল জীবন গেছে বুদ্ধি বিবেক হারা
আখেরটাকে গুছিয়ে নিতে দিনে দেখছি তারা
মানুষ হওয়ার মন্ত্রটা তাই সবাই গেছি ভুলে
খোকা গেছে মাছ ধরতে পদ্মনদীর কূলে।।