"কপোত"
✍চারণকবি বৈদ্যনাথ
......................................................
কপোত,আমিও উড়বো শান্তি-বার্তা ঝড়ে
শুভ্র-রজত-জ্যোৎস্নার মেঘে যেমন ওড়ে---
তোমার প্রাণ
আমিও উড়বো,উড়বে হাজার হাজার গান।
শাদা মেঘে মেঘে উড়বো বেশ,
ইতিহাস-খ্যাত যে সব দেশ-
সে সব দেশের পাঁচিলে পাঁচিলে
          তুমি আমি মিলে
                           বাঁধবো ঘর
                                         মিনিট দুই।
শস্য-সবুজ-সোনালি-ভুঁই-
আনবো আমরা ঠোঁটে করে এই মৃত্তিকায়
আনবো গোলাপ আনবো জুঁই।


কপোত,আমিও উড়ব শান্তি পতাকা ঝড়ে
ক্যালেন্ডারের তারিখ নড়ে
আনবো শান্তি;উজ্জ্বল দিন,সোনার সুখ
পৃথিবীর সেরা সুন্দরী যার হাস্য মুখ--
খুঁজবো:খুঁজতে উড়ব আকাশ প্রান্ত শেষ
ইতিহাস -খ্যাত যে সব দেশ-


সে সব দেশের পাঁচিলে পাঁচিলে
                তুমি আমি মিলে
                                   বাঁধবো ঘর
                                                    মিনিট দুই
কপোত,এবার তোমাতে আমাতে আকাশ ছুঁই।।