"পূর্বাভাস"
✍চারণকবি বৈদ্যনাথ
.........................................................
আমাদের গাঢ় বেদনায় নীল ওই আকাশ।
বৃষ্টি ঝরছে - নোনাজল আহা দু-চোখ নীল ।
কালো মেঘ জমে - ঝড়ো প্রস্তুতি পূর্বাভাস
নোনা ঘাম নোনা আশ্রুতে আজ পথ পিছিল ।


মায়েদের ওই রসুই ঘরেতে ধোঁয়াটে মেঘ
চোখের কাজল ধুয়ে গেছে কেন আজ প্রিয়ার ?
দ্বারে ভিক্ষুক বন্ধু, গেরুয়া অঙ্গে ভেক!
বিনা ওষুধেই মেয়েটা মরেছে দুখুমিঞার ।


সোনালি রেশমি পেখম পালক বুলবুলির
সে তো কল্পিত; বরফ-হৃদয় তবু গলে ,
হিজিবিজি আঁক কাটছে পটুয়া রঙ তুলির
হাকিম ঘেরাও করতে চলেছি দলে দলে ।


তবুও কাব্যে ছন্দপতন হয়নি ভাই
আকাশের মেঘ জমাট বাঁধছে .....আসছে ঝড়।
তবুও কাব্যে ঝংকৃত হয় সুর-সানাই !
স্তম্ভিত হয় পৃথিবীর গ্রাম, সারা শহর।
উড়ু উড়ু মন যদিও আমার উড়তে চায়।
তবুও গঙ্গা বিবাগীর তীরে বাঁধছি নীড়।
ঘোড়সওয়ারের ঘোড়া ছুটে চলে নীল তারায়
মুক্তি আসছে নিশ্চয়ই সেই দুয়োরানির ॥ |