______এক পশলা মেঘ ঝরে গেল


শরতের আকাশে শ্রাবণ মেঘের ঘনঘটা
যেন সাদা মেঘ জলে ভরে টইটম্বুর
জটলা বাঁধে গাঢ় ধূসর বর্ণে দিগন্তের ঐ পাড়ে
জল ছুঁয়ে দিবার বাসনা! শরৎ আঙিনায় আঁধার নামে।


এক পশলা মেঘ ঝরে গেল, বেশ খানিক ধরে
বানের শেওলা মাখা গরম জলের উপর
জলমাকড়ষা ছুটে পালায় পদ্ম পাতার নিচে
আচমকা রৌদ্রের প্রদাহ জলের উপর তলে
ঝাঁকে ঝাঁক পোনা মাছের ঝাঁক ভাসে।


বানের পানির টান ধরেছে ভাদুরে
পলি মাটির কাদা জলে লালচে হেলেঙ্চা দল
আগাছার ফুলে ঘাস ফড়িং এ দল
বিমর্ষ লজ্জাবতীর ঝাড়ে করছে ছোটাছুটি।


বড়ই হাওয়ার তেজ শরৎ মেঘ জুড়ে
হন্তদন্ত হয়ে ছুটে দিক হতে দিগন্তে।


১৪২৭/শরৎ কাল/ ভাদ্র