পথিকের ঐ পথের পরে


বিষন্নতার প্রতাপে পুড়ছে দ্যাখো বিশ্ব
মায়ার গলায় ঝুলছে রসি
ফাঁসির কাঠে চেতনা ঐ;


আকাশের চোখ দ্যাখো
উল্টো দিকে চেয়ে চেয়ে শূন্যে
ঘন আঁধার নিরুপনে;
চোখে জল পড়ছে চুঁইয়ে চুঁইয়ে
মানব নামের এই উঞ্চ গ্রহে
এখন আর মানুষ কাঁদে না
কাঁদে না চেতনা বোধও;


আকাশ জুড়ে কালো কালো মেঘ
বিঘুটে জটলায় কবিতার গা জুড়ে
পথে ধুলোর মৃত্তিকা বসনে ঢাকে
ক্ষুধার যাতনায় কঙ্কাল বুনে যায়;


খসে পড়ে ঐ মেঘের চাতাল
পথিকের ঐ পথের পরে রাতের আঁধারে
জোছনা ক্ষুদ্ধ অভিমানে যায় মিলিয়ে
মিলেছে ঐ কৌনিক পথের পরে
বিরহ ডুবে মায়ার রসে;


১৪২৪/ চৈত্র/ বসন্তকাল।