---অমল ধবলে প্রেম টুকরা


সে তো ফিরল না
হেমন্তের বেলা শেষে
অমল ধবল আঁধারে
সাদা মেঘ রং বদলে
পড়েছে দ্যাখো গেরুয়া বসন
তোমারই সেই নাঙা পথে;
গজিয়েছে ঘাস লতা গুল্ম
নগ্ন পায়ের পথের নিশানা
ঢেকেছে খানিক তবুও!
সিঁথির বিন্যাশে চেনা ঐ পথ
যাতনায় মঙ্গা ভারি;
অবচেতন মন ক্ষয়ে ক্ষয়ে মগ্ন
সেতারের ছেঁড়া তারে
অমানিশায় বিমর্ষ লুটায়!
বৃত্তের অন্য পাড়ে লুটাও
সেযুঁথি সঞ্চারী দূর পথ বিথীকায়


সেই পথেই আরণ্যক মহীরুহ
যাতনা বিছিয়ে সাহারায়
অমল ধবলে প্রেম টুকরা; কুড়ায়
যাপিত বিষণ্ণতা।


১৪২৫/ কার্তিক/ হেমন্তকাল।