______আহম্মক পথিক এক


উচাটন বাউল মনে
বিশ্রদ্ধ, বিদ্রোহ বাসা বাঁধে! জলকোণা সম অহমবোধে
মননশীলতার বিবর্ণ এক ছায়া আঁকে
পথিক হেঁটে হেঁটে, যুগপৎ বিবেচনায়
শ্রদ্ধা হারায় মানুষের;


মধুবন্দি আঁচল তলে যে উদার প্রেম ছিল
তোমায় ভালোবাসবার! অনাবিল কবিতার অঙ্গন জুড়ে
সে পথিক আজ ছন্নছাড়া;


বৈকণ্ঠের উইলে তার আর বাসনা নেই
কদর্য্য কোলাহলে অপাংতিয় পথিক আজ
তার আঙ্গুল চেপে; প্রলুব্ধ ধুলোকণা তার
আরষ্টতা সাথি বুনে গেছে।


তোমার আর মানুষের মাঝে, বিভেদ এখন প্রকট
জড়ালো, মননশীলতার গোলক জুড়ে
বিবর্ণ বৈভব!
পথিকের খোলা আকাশ বিস্তর বিবেচনায়
সংকীর্ণতায় মন আজ বেবস হয়ে
প্রেম সদাচলে নিত্য গীত রসে; আহম্মক পথিক এক!


১৪২৬/ বসন্ত কাল/ ফাল্গুন।