______যে যতনে সরব, তারেই করি হেলা


বয়ে যায় জীবন; এই তো জীবন
সময়ের গতিতে যায় ক্ষয়ে
গতির মুর্চ্ছূনায় যৌবন প্রবহমান, ধাবমান
ক্ষণকালের নিক্তিতে ক্ষয়ে যায় নিত্য।


এমনি জীবন,
নিক্তির ফিতায় সাধিতে সাধিতে
সুমিয় গহন লাগা যতটুকু প্রাপ্তি
তা সবই এখন বাধে আরশিতে; ক্ষয়ে যায়নি মোটেও
নিত্য সাধা, সাধিতে সাধিতে জপ রসে
যাপিত কাল সিক্ত, ভিজে সারা।


জীবন সে তো জপ রসে মজে
কথিত কথা তে-ভাগায় ভাগ; খণ্ডিত দেনা বাড়ে নিত্য
শরীর আমারই পর হয় আত্মা গেলে চলে
তাকেই শুধু রাখিতে ভালো যত্ন আত্তি বরাবর।


কি যে ভুল হিসেব?
শরীর যত্নে বাঁচতে চাই; আত্মার খবরে নিঃস্বার ভৈরবী
যে যতনে সরব, তারেই করি হেলা
যে যতনে নিরব, তারেই তেলে তেলে রাখি।


১৪২৭/ বসন্তকাল/ ফাল্গুন