এক ছত্র চাইতেই


এক ছত্র চাইতেই
যাতনায় ভুলালে আমায় ভৈরবী মোহ মায়া
আকাশ সেজেছে দ্যাখো;
মেঘেদের নানা আলপনার ছোপ ছোপ ছোঁয়া।
এ দিকে রাত এবার যাতনা ভুলে
দিনের আব্রু ছুঁয়ে দেয় উঁকি
কত কথা ছিল তোমায়? রইল ফের বাঁকি
দেখতে দেখতে; না চাইতে ফিরে গেলে আবারও


পথের হতচকিতে যদি দেখা মিলে
কোন এক অবস সাঁঝে?
সন্ধ্যা আরতি মাগে সাঁঝের অনুরোনে ঘ্রাণ ছুটে
এমনি প্রক্ষালণে ফিরালে বার বার
কত দিন? অভিমানে ডুবেছে রাতের কোলে
তুমি বিনে ভেসে যায়;
ছায়া ছায়া বাতাস দলে দলে মেঘ লয়ে
ওদের পিছে পিছে ছুটেছিনু রুদ্র শ্বাসে
তোমার তরে মিলিবারে,,,,


১৪২৪/ চৈত্র/ বসন্তকাল।