_____মধ্যণ্যের টানা পোড়েন


মধ্যণ্যের টানা পোড়েন
প্রেম বিরহ কোলাহলে, তোমারই মতো অভিমানে
চাওয়ার যত সর্বনাশ।
ক্ষয়িষ্ণুতা সময় ফুরায় মেঘে উড়ে যায় মেঘ বালিকা
সদ্য‌ তারার নক্ষত্রপুঞ্জে কোন তারাটি যে খসে পড়ে?
তোমার যত স্বপ্ন যাপন
আহ্লাদে মুক্তি খুঁজে।


স্বপ্ন পুষে ঐ আকাশ নিলে শূন্যতা ঘুরে যাতনা মিলে
ঝরা পালক কটা শঙ্খচিলের, কথায় উড়ে যে হারিয়ে যায়
বনবাদাড়, সাহারার;
কদাচিৎ তারে আরব্য রজনীর গুহায় আঁকা পুঙক্তির সনে
আরব্য রজনীর প্রেম গাঁথে।


এমনি কত?
লক্ষ তারার লক্ষ যাতনা, কোন কালে লুকিয়ে গেল?
এমনি কালের তিমিরে, হারিয়ে গেলে তুমি!
না হয় ছিল খানিক, মধ্যণ্যের টানা পোড়েন।


১৪২৬/মাঘ শীত কাল।