---ফিরে ডাকে অমিয় শুদ্ধ সুখ


আমাকে আমায় সাজিয়ে রাখে কেমনে!
কে বা তাই যত্ন আত্মি করে নিত্য? বেলা যে হল ঢের
কৌশরের অমোঘ নেশা; নিবিড় সুতোয় গেঁথে গেঁথে যুগ পরে
সব ভুলে যৌবন মাখলে অঙ্গ জুড়ে।


সেই যৌবন নেশায় হারিয়েছি এফোঁড় ওফোঁড়
কতক কদমে পথিক ভুলা পথে; আত্মজা এক স্বপ্ন দিশায়
ছুটে ছুটে কাল ক্ষণ মান; বিষর্জণে আদি অন্ত ভুলে
এ কোন দর্পে অহমিকা জীবন?


অহমিকার বাসনা উঁচু বড্ড খর্বকায় নিত্য পুড়ে
কদাচিৎ তলানির স্বাদ ভুলে; এ কোন রং মাখা বেদনার ক্ষত?
উপরে রোশনাই বেদনায় মর্ম পুড়ে; দৈবাৎ পথিকের গান ঐ দূরে
ফিরে ডাকে অমিয় শুদ্ধ সুখ ।


১৪২৫/অগ্রহায়ণ/হেমন্তকাল