----------মেঘের আঁচল


শ্রাবণ জলে ভাসান
বিল ঝিল, খালবিল, নদী নালা; মৎস ঝাঁক দল বাঁধে
ঘোলা জলে প্রবাহমান স্রোতের উজানে ছুটে।


ছেঁড়া দৈন্য দশায় কচুরি পানার দল
নলখাগড়া বন ভিজে জবুথুবু; হরষে ঝিমায় ডাহুক হাহুকি
ঝাড়ে র পাতার আড়ালে।
শ্রাবণ ঝরেছে খানিক রৌদ্র লালিমায়
লাল ঝুটি র ডাহুক বেড়িয়ে পড়ে; নেতিয়ে পড়া পাতায়
আঁচড় ঠুকে দেয়, ডাহুকির আমন্ত্রণ।
দেবী বেড়িয়ে আসে প্রেমিক যুগোল
অভিমানে আকাশে শ্রাবণ মেঘ দেখে; সাঁঝের লালিমায়
স্বপ্ন আঁকে ঐ দুরে দিগন্তে, মেঘের আঁচল।


মেঘ ফুরিয়ে আসে সাঁঝ ঘন আঁধার নামে
সন্ধ্যা তারা ডুবো ডুবো করে; আকাশে আবার নতুন মেঘ
মেঘ চাতালে জোছনা ফুলকি বেড়িয়ে আসে।


নল খাগড়া র বনে ধীরে ধীরে
আঁধার মেইয়ে যায় শ্রাবণ জলে; জোছনার অম্ল বিস্বাদ ছায়া
মিহি ঢেউয়ের আঁচড়ে কাঁপে, ডাহুক ডাহুকির বিরহ ডাক।


১৪২৮/ভাদ্র/শরৎ কাল।