____জলের ভিতর নিত্য ডুবসাঁতার


সে দিনের রাত ছিল, বেশ বিদঘুটে অন্ধকার
চাঁদ ডুবে গেলে ঘন আধার; জোছনা বিলাপ করে করে
জেগে উঠেছিল ঝাঁক ঝাঁক জোনাক জোনাকি। সোনাতন বাঁশি বাজায় কোলাব্যাঙ
বাশবাগান ছেড়ে কলার মোচায় কতক সোনালী বাদুড়
আধার মৌনতায় হুতুম পেঁচা জেগে উঠেছিল সরব দর্পে, শুনশান আওয়াজ
যেন মহা ঘোর কালের নিরব সাক্ষী, জানান দেয়; রাত যে তোর নয়
ছিল তার বৈদেহিক পিপাসার সরব সমাহার।
সেই আধার কখন যে ঘরে ঢুকেছিল, দাদির কিস্সার সনাতন শ্রবণে
ঘোর তর ঘোরে ডুবে ছিল সেই শৈশব।


স্বপ্ন জমে মিথের প্রগাঢ় ঘোরে যৌবন গুলে বেরিয়ে এল
বিভেদ রসদের, মহার্ঘ কাল;
সেথায় যাপিত হই সদ্য ফোটা পাতি হাসের ছানার মতো
জলের ভিতর নিত্য ডুবসাঁতার।


২৫/ফাল্গুন/১৪২৮,বসন্তকাল