সূর্যের পিছনে জানি কি আছে?


সূর্যের পিছনে জানি কি আছে?
ভাবনা যত আদি অন্ত
কারে কই?
বেলা ডুবে সারা
আঁধার নেমে আসে
কইতে কথা চাঁদের
রাত ভারি হয়; জোছনা আলো ম্রিয়মান
সূর্যডুবার আলো আঁধার খেলা
একদিকে দিন যখন
অন্যপ্রান্তে রাত নেমে আসে
ভাবনায় আঁকিবুকি
অনুভূতি শুন‌্যে মিলায়


নিত্য চোখে প্রকৃতি পাহারায়
সতেজ সমীপে বাতাস তেজে বয়
কি বা কথা হয় তার সাথে?
কার সাথে?
কি কথা হয় নিত্য নিয়ম বুনে?
সেই তো পিছন ফিরে খুঁজে
তারে না পাই বার বার ফিরে
কি বলিব তারে?
কি চাইবার আছে?
তুবও নিত্য খুঁজাখুঁজি
আলো আঁধার নিয়ে মাখামাখি


১৪২৪/১৭, মাঘ/শীতকাল।