_____তোমার ভালোবাসা ধার না আর


থাক, আর না
তোমার ভালোবাসা ধার না আর;
যখন চাইলাম তখন দিলে না? এখন আর
চাই না।
দিলে না যখন,
তখনই দেনায় পড়ে বাঁধা;
মহাজনের সুদের টাকার ফাঁদে? সুদ টানতেই
জনম যায় কেঁদে।


রোদে রোদে
বৃষ্টির মতো শুকিয়ে ধুলা উড়ে;
তোমার ভালোবাসা এমনি ধারা! কালে কালে
সর্বহারা।


চাওয়া আর না চাওয়া
পাওয়ার ফাঁদে বোগা! উচ্ছ্বাস যতই যাতনা মাখা
তাতে কার কি বা আসে যায়? সে তো শুধু শূন্যের
হিসেব কষে।


১৪২৬/ অগ্রহায়ণ/ হেমন্তকাল।