____স্বপ্নবোনা নাটাই


জীবত শরীরেই আত্মার বাস
প্রাণ বিনে কোথায় রয়? আদি অন্ত ভেদ বিচারে
আত্মা সুধা নিষ্ঠা যার।
সেই তো রয় বাসনা কঞ্জু
ধরাধামে প্রাণকূলে; বাসনার খন্ডিত রুপের
দেখভালের সদা প্রত্যয় সুঁপে।


স্বরণ রুপের কল্পলোকের
স্বপ্নবোনার নাটাই তারই হাতে; তাই তে শরীর
আকল খোলা এই অবনী পাড়ে।


______কল্পতরুর ডোগা


খেলার ছলে বান ডেকে যায়; কল্পতরুর ডোগা
দিনে দিনে ঐ কুঁড়ি টা; বনে দ্যাখো সবুজ মহীরুহু
আচ্ছাদনের আলো ঢেকে যায়; মেঘ জলের খেলা
সেই জল তো তুলায় উড়ে; ঈশান কোণে দর্প কালো
লুকিয়ে যায় কোথায় বায়ু? পাই না কোন সারা?
কোথা থেকে যে উড়ে আসে? ভাসিয়ে দিবস বেলা
তল খুঁজে না পাই তারে; দিবস রজনী ঘিরে
একটু ছোঁয়া হাওয়া কই তারে; প্রাণজুরানো লীলা ছলে


________জীবিতকাল বাসনা সঙ্গ
জীবিতকাল বাসনা সঙ্গ। কিসের সঙ্গ মৃত্তিকা বিবর? যাহাতেই সৃষ্টি। তাহাতেই বিনাশ। কেবা করে তার নিকাশ। কষে কষে হিসেব। পুঁথিপুরাণ নক্ষত্রে ঝুলে। তারায় তারায় আলো ঝকমক রোসনাই অফুরান। ধরিতে তারে আপ্রাণ বেসুমার। কহিতে কথা একটু খানি রসদ ফুরাইল মোর। এবার তারে কেমনে খুঁজিব? রাত্রি এখন আঁধার ঘন ঘোর।


____নিত্য চলা চল


সে তো নাকি বুকের খাঁচায়?
নিত্য চলা চল
আসে যায়, যায় আসে
নেই তো কোন কোলাহল?


সে তো তারই মতো চুপি চুপি
সহবাস শরীর মনে;
আক্ষরিক ধরা ধামে তারই নিত্য গুনে
সহবাস শুধু জীবন কালে
সাদা কালো প্রভেদ কি বুঝে?
না কি নিত্য সাদা
শুভ্রবসন, তার প্রিয় বটে
তবে কেন আচম্বীতে? সটকে পরে শেষে
সে কি ভয় পায়? প্রাণের হৃদমাজারে
বুকের খাঁচায় আদি অন্ত জুড়ে
সেই তো থাকে সস্মহনে আত্মজা গুনে।


______ঐ যে পথ
মনের দেখা ঐ যে পথ, আঁকল বল কে?
আকাশ নীলে ঐ যে মেঘ, সাজাল বল কে?
আঁধার রাতে আকাশ জুড়ে, নক্ষত্র মেলা বসাল কে?
চাঁদ বুঝি লুকিয়ে আজ, আঁধার ঘনাল কে?
পাহাড় গুলো উঁচু উঁচু, বসিয়ে দিল কে?
সেই পাহাড়েই কাঞ্চজঙ্ঘা, রুপের রসনাই ছড়াল কে?


__পৃথিবী শুদ্ধ যামিনী
এত এত রুপ
পৃথিবী শুদ্ধ যামিনী
মনুষ্য প্রাণী ক্ষুদ্র অতি
কেমনে তাতে ধরে রাখে সখা
এই বুক পাঁজরের ছোট্ট খাঁচায়
সেথায় রয় শুধু ইতিহাস ঝরে
মৃত্তিকা রসে তাহা চুঁয়ে চুঁয়ে পরে
কদাচিত বিভ্রুম তরে
স্বপ্ন ঘরে কত নিশি
আচম্বীতে মরে।


______কে যে কি কয়?
মৃক্তিকা কি হাঁসে কাঁদে? অগ্নী দ্রােহ শুধু উল্লাসে বাঁচে। পৃথিবী ভাসান সাগর জলে। এ কোন মহা লয় মহা শুণ্য আকাশ নীলে? কত রুপে বাতাসা চলা চলে? ভঙ্গুর জড়র সাথে হাওয়ার নিত্য চরচরে। মৃত্তিকা কি কয় শুদ্ধ হও জল? বাতাস কি কয় মুক্ত শুধু চলাচলে।


১৪২৪/২৮, অগ্রহায়ণ/হেমন্তকাল।