---হেমন্ত রাতের প্রত্যয় ঝুলে


হেমন্তের জল ছুঁয়ে চমকে উঠে
হাঁসের ছানারা!
ঠোঁট ছুঁয়ে জলে, মা'টার সাথে সাথে নামে
ছোট্ট পাখায় কাঁপুনি তুলে;
জলের মিহি ঢেউয়ের
উল্লাসে, জল ডুবা সাঁতারে মাতে


সবে ভোর আঁধার কুয়াশা
ঘাসের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে
সেই শিশির ভেজায় পথের ধুলা
পথিকের পাদুকায়
বেশ জটলা প্যাঁক!


আমুদে কৃষক কৃঞ্চমুখে
সাদা দাঁতের ঝকমারি হাসি
জানান দেয় নবান্ন সুখ; অমোঘ মায়ার ধান ক্ষেত
উঠানে সোনালী বসন উত্তরে হাওয়া
হিম যাতনা ছুঁইয়েছে উনুন ধুঁয়া;
মাকড়ষার বুনা জালে, শুদ্ধ শিশির বিন্দু
গেঁথে রয়, হেমন্ত রাতের প্রত্যয় ঝুলে;


১৪২৫/ অগ্রহায়ণ/হেমন্তকাল।