------------আরশিতে সময় ঝুলে রয়


পথের ধুলো পথে পথে উড়ে বেড়ায়
বায়ু আর পথের; এ এক নন্দন রূপ
আমার আর তোমার খেড়ো পথে হাঁটার মতো
তখনো শালিক জোড়া ডোবার ধারে
খুনসুঁটিতে মত্ত!


অপেক্ষা ঘন হাতের স্পর্শ অনুভূতিতে নাড়া দেয় যেন
জলের উপর বাতাস বয়ে যাওয়া ঢেউয়ের উল্লাস
কবিতার নিমিত্তে যখনই জেগে উঠলে
পথের ধারে আগাছার ফুলগুলো দুলে উঠে
বোবা অভিমানে হয় তো
নিলর্জ্জের মতো চেয়ে চেয়ে
ঝরে পড়ে তা টের পাওয়া ভার;


সেই যে পথে ধুলো উড়ে উড়ে নিঃশেষ হয়
ক্ষয়ে ক্ষয়ে খসে পড়ে মৃত্তিকা স্বজন পড়ে
আমার তোমার পথ ফুরায়!
আরশিতে সময় ঝুলে রয়
যেন মেঘের চাতালে ওম পাওয়া মেঘ বালিকা
বৃষ্টি ঝরিয়ে যাতনা ভুলে;
দু পথের জানলার আরশিতে শুধু সময়ের প্রতিবিম্ব
অভিমান যাতনা ভুলে জেগে রয়।


১৪২৬/ আশ্বিন/ শরতকাল।