থেমে যেতে হয়


বার বার থেমে যায়
পথে থুমকে যায় পথ চলায় পথিক।
নৈমিত্তিক রষানলে
যাপিত কালে তীব্র দহন
সেই দহনে পোড়া আত্মজার স্বপ্নঘন বিলাপ
বাঁচিতে ক্ষুধা পূরণে;
কি যে বেশুমার যাতনার প্রদাহ?
আঙ্খাকার টুঁটি চেপে ধরে
বাসনা নিত্য পথিকের ধুলায় লুটায়।
নিত্যদিন চেতনার খিরকি
ছোট হতে থাকে পোড়া মোমবাতির মতো
পলির আকরে জমাট নিঃসঙ্গতা।
উপচ্ছে পড়া বিলাপ পথিকের সমুখে
ধুলায় গড়াগড়ি ঢলে পড়া বেলার ছায়া
আধো আলোয় মুছে যেতে থাকে।


থেমে যেতে হয়
থুমকে যেতে হয় পথে; অনাবিল বোনা স্বপ্নজাল
অতাল্তিক পথের কিণারা মেপে মেপে
দ্রোহের সল্তে আগুন দিয়ে চুপটি করে বসে
সময়ের তল ধরে একটু ওম খুঁজে
পথে যেতে সেই সুখ স্মৃতি আলতো মোহে
থেমে যেতে যেতে আকাশে বিলাপ ছড়ায়।


১৪২৪/২৪ মাঘ/শীতকাল।