_____প্রেম সে তো কিন্নরী মোহ


প্রেম সে তো কিন্নরী মোহ! কোন কাল, কোন ক্ষণ?
ধরে থাকে তারে।
অতীত পোড়া কয়লা সম
অরুণ ধুতি বেলায়; মাছরাঙা যাতনার জলে
এ কোন কাব্য খেলে?
আঁতুড় ঘরে।


কবে সেই জন্মবাসর? অতীত চাঁপার গন্ধ ছুটে
তোমার অভিমানে যে বেলা ডুবে গেছে
তারে আর কে বা ধরে;
যাতনা কালে, সহিঞ্চু মঙ্গল
পোড়া কয়লা পুড়ে
চিতার সজ্জা।


বাদুড় ঝুলা অতীত সনে, ঝুলে আজও তোমার
রিনিঝিনি পায়ের নপূর।
রিনিঝিনি চপলতায় পথের চঞ্চলতা
সে তোমারই অতীত বলয়;
বিষম লাগা উচাটন।


১৪২৬/পৌষ/শীতকাল।