জলছবি


জলছবি ভাসে
জলের ঘ্রাণে, উম্মাতাল ঢেউয়ে
থিতিয়ে যায় নীল জলের কাঁপন
কদাচিৎ জোছনা মুখো বিদ্রুপ
আঁটে জলের সিঁথানে।


বাতাস ছুঁইয়ে যায়
উতল জলের ঢেউ, জোছনা ছায়া মাখে
গভির রাতের ভ্রূম যাতনা।
সবে তার ঘুম টুটে যায়
রাতের মোহ মায়া সোদা টানে;
জলে তার অন্যরকম জলছবি!
জোছনা ছায়ায় দোল খেলে যায়।


ধূসর প্রান্তরে,
একা একা আঁচল উড়ায় শুন্য বলয়ে
আঙ্গিকে তার তারই জলছবি
জলের ঘ্রাণে!
আপ্লুত বদনে মিইয়ে যায়
মিলিয়ে যায় সন্তপর্ণে।


১৪২৪/১২, বৈশাখ/গ্রীষ্মকাল।