______আমি তুমির আজন্মের ব্যবধান


আমি তুমির আজন্মের ব্যবধান
তাই তো কাছে আসা হলো না; আঙ্গুল চেপে মঙ্গলা লোকে
তিমিরে স্বপ্ন খোঁজা হলো কই?
অপলকে নিবিড় চেয়ে দেখার, যত সামান্য আলপনা
এঁকেছে কখন যে? প্রতিবিম্ব! অন্য অবয়ব
আচমকা দিগন্ত পাড়ে
বিমর্ষ স্বপ্ন ঘ্রাণ।


তোমাতে এখন শুধু  দৈর্ঘ্য প্রস্থের
ত্রিকোণ বেদিতে আষফলন! কবিতা ঝরে পড়ে
ক্ষয়ে যাওয়া ক্ষণ; দৈর্ঘ্য প্রস্থের বিভাজনে চুপসে যায়
আত্মিক মেরু করণ, কখন যে ছুটে বেড়িয়ে গেছে?
বৃত্তের অঙ্গন ছিঁড়ে; যতটুকু ছিল
অমিয় প্রেম।


তাই তো বিমর্ষ স্বপ্ন ঘ্রাণে
যত সামান্য অমিয় প্রেম কু জনে ডাক দিয়ে যায়
বেলা শেষে সাঁঝের আঙিনায়, দাঁড়িয়ে ছিল কে যেন?
ঝরা সজনে পাতায় হলদে অভিমান
ডোবার জলে পানকৌড়ি জোড়া ডুবে সন্তর্পণে।


১৪২৬/মাঘ/শীতকাল।