পোড়াতে চেয়েছ যতটুকু


পোড়াতে চেয়েছ যতটুকু
তোমার মাপোনিতে
আধুলি ছটাকে, আধা সিকি হিসেব কসে কসে
তা পুড়েছে অনেক আগেই;
তবে অঙ্গার হবার বাঁকি
যত সামান্য ছিটে ফোটা মায়া লেগে ছিল বলে।
পাছে ভয়ে পেয়োছি কি কিছু?
যদি চোখে চোখ পড়ে;
অতোলান্তিক তলে ডুবে যায় পাছে
মিছে ভয়, অজাচিত যন্ত্রণায় কে পুড়ে বল?
যা পুড়ে মনই পুড়ুক;
দেখবে না তো কেউ?


এমনি আঁচলে ঢেকে মুখ
বিরহে পোড়া সুখ;
সেই তো বেশ খিলখিলে জীবন হাসে
বংশ পরম্পরায় রক্ত জবা ফোটে
মৃত্তিকা কয় প্রেম শুধু দুর্বঘাসে রয়
জনম জনমের তরে এ কোন সুধা পানে মর্তলোকে?


১৪২৪/ চৈত্র/ বসন্তকাল।